Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসার ও ভিডিপি

১) ১৮ থেকে ৩৫ বছর বয়সী কমপক্ষে ৯ম শ্রেনী রেজিষ্ট্রেশনধারী ভিডিপি প্লাটুন ভূক্ত বেকার সদস্য ও সদস্যাদেরকে বিভাগীয় বিভন্ন প্রশিক্ষন কেন্দ্রে প্রশিক্ষন গ্রহনের জন্য পাঠানো হয়।

২) প্রতিটি গ্রামে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে এবং ৯ম শ্রেনী রেজিষ্ট্রেশনধারী ৩২ জন পুরুষ সদস্য ও ৩২ জন মহিলা সদস্যা নিয়ে ২ টি ভিডিপি প্লাটুন গঠন করা হয়।

৩)  কবাই ইউনিয়নে ৩২ জন পুরুষ সদস্য নিয়া একটি ইউনিয়ন আনসার প্লাটুন গঠন করা আছে।

৪) উপজেলায় ১০০ জন পুরুষ আনসার সদস্য নিয়া একটি কোম্পানী গঠন করা আছে।

৫) উপজেলায় ৩২ জন মহিলা সদস্যা নিয়া একটি মহিলা আনসার প্লাটুন আছে।

৬) কবাই ইউনিয়নে ১ জন ইউনিয়ন আনসার কমান্ডার ১ জন ইউনিয়ন দলপতি ও একজন ইউনিয়ন দলনেত্রী আছে।

৭) প্রশিক্ষন প্রাপ্ত আনসার ভিডিপি সদস্য সদস্রাগন দূর্গাপুজা মন্ডপে আইন শৃংখলা রক্ষায় পুলিশের সাথে অংগীভূত হয়ে দায়িত্ব পালন করিয়া থাকেন।

৮) প্রশিক্ষিত আনসার, ভিডিপি সদস্য-সদস্যা জাতীয় নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংগীভূত হয়ে পুলিশের  সাথে আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করিয়া থাকে।

৯) সাধারণ আনসার পিসি/ এপিসি (পুরুষ) প্রশিক্ষন করে অংগীভূত হয়ে দক্ষভাবে দায়িত্ব পালন ও গতিশীল নেতৃত্ব প্রদানে যোগ্য করে তোলা।

১০) সাধারণ আনসার মৌলিক (পুরুষ) প্রশিক্ষন গ্রহন করে অংগীভূত আনসার হিসাবে অর্পিত দায়িত্ব পালন করা।

১১) সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষন (মহিলা) গ্রহন করে অংগীভূত হয়ে তার দায়িত্ব পালনে সক্ষম হবে।
১২) সেলাই,এয়ারকন্ডিশনার, ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, বেসিক কম্পিউটার, মটর ড্রাইভিং, মোবাইল ফোন সেট মেরামত, ওয়েলডিং সোয়েটার নিটিং, হাঁস-মুরগী পালন ও মৎস্য চাষসহ বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণের জন্য যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণার্থী বাছাই ও প্রশিক্ষণের জন্য বিভাগীয় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে কোটা মোতাবেক প্রেরণ নিশ্চিত করণ।