Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভূমি উন্নয়ন কর ও বিভিন্ন ফি
(সূত্র - স্মারকনং ভূঃ মঃ/শা-৩/কর/১০০/৯২-১০৬(১০০০) তারিখ ১৬/২/১৪০২ বাংলা মোতাবেক৩০/৫/১৯৯৫ ইং তারিখে পাশকৃত সংশোধনী অনুযায়ী):

কৃষি জমির ভূমি উন্নয়ন করের (খাজনার) হারঃ
২৫ বিঘা (৮.২৫ একর) পর্যন্ত কৃষি জমির ভূমি উন্নয়ন কর (খাজনা) মওকুফ।
৮.২৬ একর থেকে ১০.০০ একর পর্যন্ত জমির জন্য প্রতি শতাংশে ০.৫০ টাকা।
১০.০০ একরের উর্ধ্বে জমির জন্য প্রতি শতাংশে ১.০০ টাকা।
৮.২৫ একরের নিচে জমির মালিক গণ ২.০০ টাকা জমা দিয়ে খতিয়ানের দাখিলা গ্রহন করতে পারবেন।


(ঘ)অকৃষি জমির ভূমি উন্নয়ন করের (খাজনার) হার(আবাসিক)-
১। জেলা সদরের পৌর এলাকার জন্য প্রতি শতাংশে ৭.০০ টাকা।
২। জেলা সদরের পৌর এলাকাভূক্ত শিল্প/ বানিজ্যিক কাজে ব্যবহৃত জমি প্রতি শতাংশে ২২.০০ টাকা।
৩। জেলা সদরের বাইরে পৌর এলাকার জন্য প্রতি শতাংশে ৬.০০ টাকা।
৪। জেলা সদরের বাইরে পৌর এলাকাভূক্ত শিল্প/ বানিজ্যিক কাজে ব্যবহৃত জমি প্রতি শতাংশে ১৭.০০ টাকা।
৫। পৌর এলাকা ঘোষিত হয়নি এরুপ এলাকার পাকা ভিটা/ বাড়ীর জন্য প্রতি শতাংশে ৫.০০ টাকা।
৬। পৌর এলাকা ঘোষিত হয়নি এরুপ এলাকাভূক্ত শিল্প বানিজ্যিক কাজে জমি প্রতি শতাংশে ১৫.০০ টাকা।


(ঙ)হাট-বাজারেরঅকৃষি খাস জমি (ভিটি জমি) একসনা বন্দোবস্ত সংক্রান্তঃ
আবেদন পত্রের সহিত প্রদত্ত কোর্ট ফির হার-৫.০০ টাকা।
বন্দোবস্তের মেয়াদ ০১লা বৈশাখ হতে ৩০শে চৈত্র পর্যন্ত।
একসনা বন্দোবস্ত নবায়ন যোগ্য ।

 

একসনা ইজারা হারঃ
এলাকার নাম প্রতিবর্গ মিটার
জেলা সদর ১২৫/-
জেলা সদও ব্যতিত পৌর এলাকা ১০০/-
উপজেলা সদর ৫০/-
অন্যান্য ১৩/-


(চ)অকৃষি খাস জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত সংক্রান্তঃ
১। সরকারি অকৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য ৫/- টাকার কোর্ট ফি দিয়ে জেলা প্রশাসকের নিকট দরখাস্ত দাখিল করতে পারবেন।
(ছ)কৃষিখাস জমি একসনা বন্দোবস্ত সংক্রান্তঃ
আবেদন পত্রের সহিত প্রদত্ত কোর্ট ফির হারঃ ৫.০০ টাকা।
বন্দোবস্তের মেয়াদ ১লা বৈশাখ হতে ৩০শে চৈত্র পর্যন্ত।
একসনা বন্দোবস্ত নবায়ন যোগ্য নয়।
একসনা ইজারা হার (প্রতি একর)-৫০০.০০ টাকা।

 

(ক)মিউটেশন/নামজারীঃ

মিউটেশনবাবদখরচঃ

(১) আবেদনের কোর্ট ফি =৫.০০ টাকা।
(২) নোটিশ জারীর ফি =২.০০ টাকা।
(৩) রেকর্ড সংশোধন ফি =২০০.০০ টাকা।
(৪) পর্চাফি =৪৩.০০ টাকা।
মোট=২৫০.০০টাকা (দুইশতপঞ্চাশ টাকা)।



(গ) অর্পিতসম্পত্তি (ভিপি) সংক্রান্তঃ
কোর্ট ফি’র হারঃ
(১) ইজারা নবায়নের দরখাস্তঃ ৫.০০ টাকা।
(২) বিবিধ দরখাস্তঃ ৫.০০ টাকা।




বার্ষিকলীজমানীর শ্রেনীভিত্তিক হারঃ
১। কৃষি জমি (প্রতি শতাংশ)--৫.০০ টাকা।
২। অকৃষি আবাসিক জমি (প্রতি শতাংশ)--২০.০০ টাকা।
৩। অকৃষি বানিজ্যিক জমি (প্রতি শতাংশ)--৩০.০০ টাকা।
৪। আবাসিক কাচাঁ ঘর (প্রতি বর্গফুট)--১.০০ টাকা।
৫। আবাসিক আধা পাকা ঘর (প্রতি বর্গফুট)--১.৫০ টাকা।
৬। আবাসিক পাকা ঘর (প্রতি বর্গফুট)--৩.৫০ টাকা।
৭। বানিজ্যিক কাচা ঘর (প্রতি বর্গফুট)--৪.০০ টাকা।
৮। বানিজ্যিক আধা পাকা ঘর (প্রতি বর্গফুট)--৪.০০ টাকা।
৯। বানিজ্যিক পাকা ঘর (প্রতি বর্গফুট)--৪.০০ টাকা।
১০। নিজ অর্থায়নে অনুমতি নিয়ে উত্তেলিত ঘরের ক্ষেত্রে খালি জমির লীজমানি সহ ঘরের জন্য নির্ধারিত
হারের ২০%।

১১। ফল/ফলের বাগান/পুকুর/দিঘি/ঝিল নিলামের মাধ্যমে বন্দোবস্ত করা হয়ে থাকে।

বিঃদ্রঃ-নির্ধারিত হার ও সময় কালের অনুরুপ ব্যত্যয় ঘটলে সাথে সাথে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার অথবা রেভিনিউ ডেপুটি কালেক্টরকে জানাতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।