Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কবাই ইউনিয়ন তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।
বিস্তারিত

বাকেরগঞ্জ উপজেলার ৭ নং ইউনিয়ন হলো কবাই। কবাই ইউনিয়নের উত্তরে দুধল ইউনিয়ন, পূর্বে ফরিদপুর ইউনিয়ন ও বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়ন, পশ্চিমে কলসকাঠী ও গারুড়িয়া ইউনিয়ন এবং দক্ষিণে নলুয়া ইউনিয়ন। ১১ টি গ্রাম নিয়ে গঠিত এ ইউনিয়নের আয়তন – ১৮.৪৬ বর্গ কিঃ মিঃ ও লোকসংখ্যা – ২১১৯৭ জন । এখানে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বিদ্যালয়- ২৩ টি, মাধ্যমিক বিদ্যালয়ঃ ৪ টি, মাদ্রাসা- ৭ টি ও ৩টি কলেজ রয়েছে। হাট/বাজার সংখ্যা -৭ টি।উপজেলা সদর থেকে সড়ক পথে কবাই ইউনিয়নের দূরত্ব  সড়ক পথে ১৫ কি:মি:, নদী পথে ২০ কিঃ মিঃ। নদীর সংখ্যা  ২ টি। পান্ডব ও কারখানা। কারখানা নদী ও ভারানী খালে ফেরী পারাপারের সুবিধা রয়েছে।

২ টি নদী সহ অসংখ্য খাল ও নালা এ ইউনিয়নে জালের মত ছড়িয়ে আছে যা নৌ যোগাযোগের অন্যতম মাধ্যম।