গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসুচি শুরু হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের শনাক্তকরণ এবং তথ্য নেয়ার জন্য তথ্য সংগ্রহকারী সমাজকর্মী প্রতিটি খানা এবং বাড়িতে যাচ্ছেন। তথ্য সংগ্রহকারী সমাজকর্মীকে প্রতিবন্ধিতা সংক্রান্ত তথ্য প্রদান করে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপে সহযোগিতা করুন। প্রতিবন্ধী ব্যাক্তিদের তথ্য নিয়ে সরকারীভাবে ডাটাবেইজ তৈরি করা হবে এবং প্রতিবন্ধী ব্যাক্তিদের পরিচয়পত্র প্রদানসহ সব ধরণের সুবিধা প্রদান করা হবে। প্রতিবন্ধীদের বিষয়ে তথ্য দিন দেশের উন্নয়নে অংশ নিন। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সরকারকে সহযোগিতা করুন। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ সফল করে তুলুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস